গরম পড়তেই অগ্নিমূল্য বাজারদর। এর মধ্যেই হাতিবাগান বাজারে ইবির হানা। জিজ্ঞাসাবাদ করা হয় সমস্ত ব্যবসায়ীদের। স্থানীয় সূত্রে খবর, সকাল ৯ টা নাগাদ উত্তর কলকাতার হাতিবাগান বাজারে ইবি হানা দেয়। জিজ্ঞাসাবাদের পর নির্দিষ্ট নাম নথিভুক্ত করেন একটি লিস্টে ইবির আধিকারিকরা। কাঁচা সবজি থেকে ফল ও ডিম, মাছ, মাংস সবকিছুর দাম খোঁজ নিলেন ইবি আধিকারিকেরা। এরপর লেক মার্কেট ও মানিকতলা বাজার পরিদর্শন করেন কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
অন্যদিকে গ্রীষ্মকালীন সবজির দাম আকাশ ছোঁয়া। সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে মাংস ও রান্নার তেলের দাম। এবার বাড়ল পাতিলেবুর দামও।
যদুবাবুর বাজারে পাতিলেবু ১০ টাকা পিস বিক্রি হচ্ছে। যা সর্বকালীন রেকর্ড দাম। প্রচণ্ড গরমে লেবু জল খেতে চান মানুষ। সঙ্গে রমজান মাসে লেবু সরবত এখন ঘরে ঘরে। স্বাভাবিকভাবে এই সময় লেবুর চাহিদা প্রচুর থাকে। তারপরেও লেবুর দাম আকাশ ছুঁয়ে গেছে, ফলে চিন্তায় সাধারণ মানুষ।
একই অবস্থা মানিকতলা বাজারেও। রমজান মাসে ফলের দাম অত্যন্ত চড়া। সঙ্গে বেড়েছে সবজির দামও। ফলে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।