পয়লা ডিসেম্বর থেকে বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) পরিষেবা। মাস ঘুরলেই সন্ধ্যার ব্যস্ত সময়ে ১৫ মিনিটের জায়গায় ১২ মিনিট অন্তর মিলবে মেট্রো (kolkata Metro)। পাশাপাশি ডিসেম্বর থেকেই এই লাইনে ৫৩ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা মেট্রো। এই মুহূর্তে ইস্ট-ওয়েস্ট লাইনে অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ (Sector v to Sealdah) পর্যন্ত ৫০ জোড়া মেট্রো চলে। সেই সংখ্যা বেড়ে ৫৩ জোড়া অর্থাৎ ১০৬টি হচ্ছে বলেই জানিয়েছেন ওই বিজ্ঞপ্তি।
তবে দিনের প্রথম মেট্রো এবং শেষ মেট্রোর সময়ের কোনও বদল নেই। এমনটাই মেট্রোর জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ। এদিকে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হওয়ার পর ব্যাপক হারে বেড়েছে যাত্রী সংখ্যা। সেই যাত্রী চাপ সামাল দিতেই মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত।