শিয়ালদহ মেট্রো চালু হওয়ার জন্য ইস্ট ওয়েস্ট মেট্রোয় পরিবর্তন হতে চলেছে সময়সূচি। আগে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো চলাচল করত। সময়সীমা পরিবর্তন হয়ে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মেট্রো চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ স্টেশনের। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যাত্রীদের জন্য পরিষেবা চালু হবে আগামী ১৪ জুলাই থেকে। ইতিমধ্যে এই অনুষ্ঠানের আমন্ত্রতিদের তালিকা নিয়ে শুরু হয়েছে তরজা। মেট্রো সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য মন্ত্রিসভার বেশ কিছু মন্ত্রীকে তারা সোমবারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে।
পাশাপাশি আমন্ত্রণ জানানো হচ্ছে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, স্থানীয় সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দোপাধ্যায়-সহ বেশ কিছু নেতা-নেত্রীকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, মুখ্যমন্ত্রী সোমবার দুপুরের বিমানে কলকাতা থেকে বাগডোগরা হয়ে বিকেলে পৌঁছবেন দার্জিলিং।