১৯ এপ্রিল, ২০২৪

Raid:১৮৪ কোটির ব্যাঙ্ক প্রতারণা, টালিগঞ্জের ঝুনঝুনওয়ালা হাউসে ৮ ঘণ্টার সিবিআই তল্লাশি
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-05 16:38:29   Share:   

টলিগঞ্জের এক বাড়িতে সিবিআইয়ের হানা, ব্যাঙ্ক প্রতারণার যোগসূত্র পেয়ে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ১৮৪.৪৩ কোটি টাকার লোন নিয়েছিলেন আশিস ঝুনঝুনওয়ালা। সেই টাকা বিভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, যে কোম্পানির নামে তারা এই লোন নিয়েছিলেন, সেই কোম্পানির ডিরেক্টরদের নাম পেতেই ঝুনঝুনওয়ালার বাড়িতে এই হানা।

মূলত ২০১৭ সালের মামলার প্রেক্ষিতে এই তদন্ত। সংস্থার নাম রামস্বরূপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঝুনঝুনওয়ালা বাড়িতে ১৫ সদস্যের এক দল তাঁর এনএসসি রোডের বাড়িতে যায়। এই বাড়ির এক সদস্যের নাম রেওয়া ঝুনঝুনওয়ালা। তিনি বলেন যে 'আমি ব্রেনের পেশেন্ট, ওষুধ খাই,আমি ব্যবসার বিষয় কিছু জানি না। ১৫ বছর ধরে আমি অসুস্থ।'

এদিকে, দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর ঝুনঝুনওয়ালার বাড়ি থেকে বেরোয় সিবিআই। কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে সিল করে নিয়ে যান তাঁরা। ইতিমধ্যে ২০২১-র নভেম্বরে গ্রেফতার করা হয় আশিস ঝুনঝুনওয়ালাকে। তাঁকে ইডি গ্রেপ্তার করে। পাশাপাশি একই সম্পত্তি দেখিয়ে ,বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে অর্থ তছরুপের অভিযোগ রয়েছে।

ঠিক কী কারণে এই তল্লাশি--

# এই রামস্বরূপ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কারা। অর্থাৎ কারা এই আর্থিক তছরূপের টাকায় লাভবান? 

# ১০ থেকে ১৫ জন সিবিআই অফিসার তল্লাশি চালায় রানীকুঠির ঝুনঝুনওয়ালা হাউসে


Follow us on :