কয়লাপাচারকাণ্ডে আজই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব। ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এদিন ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্তান কোলে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের পর এবার ইডি তলব করে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় অভিষেক-জায়াকে। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় ইডি-র অফিসারদের স্পেশাল টিম।
কড়া নিরাপত্তায় মোড়া সিজিও কমপ্লেক্স। কমপ্লেক্সের সামনে মোতায়েন বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিস বাহিনী। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা এদিন দিল্লি থেকে আসেন সিজিও কমপ্লেক্সে। তার জেরেই সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিস। এমনকি, যাঁরা ভিতরে প্রবেশ করছেন তাঁদের প্রত্যেকের আইডি কার্ড দেখে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। পুলিস সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে সে কারণেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে একাধিকবার ডাকা সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতায় গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সেই সূত্রেই আজ সিজিও কমপ্লেক্সে তলব অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আর এদিন হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।