২০ এপ্রিল, ২০২৪

ED: লটারি-কাণ্ডে এক টিএমসি বিধায়কের স্ত্রী-সহ হাইকোর্টের আইনজীবীকে ইডির তলব
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-01 14:51:45   Share:   

এবার লটারি-কাণ্ডে (Lottery Case) তৎপর ইডি। আর্থিক তছরূপ বা দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখতে তৃণমূলের এক বিধায়কের স্ত্রী, এক লটারি বিজেতা এবং কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে তলব করেছে ইডি (ED)। চলতি মাসের ১১, ১৪ এবং ১৫ তারিখ তাঁদের ইডির দিল্লি দফতরে হাজিরা দিতে হবে। সম্প্রতি মধ্য কলকাতার এক তৃণমূল বিধায়কের (TMC MLA) স্ত্রী-র লটারি জেতা ঘিরে শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। কালো টাকা সাদা করতে এভাবে লটারিতে বিনিয়োগ। এই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা।

এরপরেই এই অভিযোগের গুরুত্ব খুঁজতে তৎপর হয়েছে ইডি। পাশাপাশি নিয়োগ-কাণ্ডে ইডি সূত্রে চাঞ্চল্যকর তথ্য এসেছে। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারির সময় তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত বিভিন্ন নথি, জিনিসপত্র সম্বন্ধে কাউকে না জানাতে তদন্তকারী আধিকারিকদের অনুরোধ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমনকি তিনি ইডির আরেস্ট মেমো ও সিজার লিস্টে সই করেননি।


Follow us on :