LATEST NEWS
28 May, 2023

Tarun Majumdar: বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের অবস্থা নিয়ে চিন্তায় চিকিত্সকরা, কাটছে না আচ্ছন্নভাব
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-২৩ ১১:২৯:২৩   Share:   

অসুস্থ বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। এখনও কাটছে না আচ্ছন্নভাব। চেতনার মাত্রা ক্রমশ কমছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। তিনি সেপ্টিসিমিয়ায় আক্রান্ত। নবতিপর পরিচালকের ফুসফুসে সমস্যা রয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হিমোডায়ালিসিস দেওয়া হবে তরুণ মজুমদারকে। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি, জানান চিকিৎসকেরা। ২০০০ সাল থেকে তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছেন। ডায়াবেটিসও রয়েছে তাঁর। বেশ কিছুদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি তরুণ মজুমদার। তাঁর অসুস্থতা নিয়ে চিন্তায় টলিউড।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :