এসএসসির (SSC) নিয়োগ-দুর্নীতি (Recruitment Corruption) মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করার পর হেফাজতে নিয়ে গত ২৬ জুলাই জেরা শুরু করেন ইডি আধিকারিকরা। এখনও পর্যন্ত দুজনকে আলাদা আলাদাভাবে কয়েক ঘণ্টা জেরা (Interrogation) করেছে ইডি (ED)। ৩ অগাস্ট আদালতে পেশ করার আগে আজকেই সারাদিন ধরে জেরা করার শেষ সুযোগ পাচ্ছেন আধিকারিকরা। কাল মেডিক্যাল করাতে হবে। সেই কারণে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আধিকারিকরা। তাই সময় নষ্ট না করে পার্থ ও অর্পিতাকে টানা জেরা করতে চলেছে ইডি। জেরাপর্বের ভিডিওগ্রাফি করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছ।
কিন্তু ইডি সূত্রে খবর, ষড়যন্ত্র নিয়ে মুখ খুলতে নারাজ পার্থ (Partha)। গতকাল মেডিক্যাল করার পর পার্থকে জেরা শুরু হয়। জেরায় ষড়যন্ত্রেরের অর্থ জানতে চায় ইডি। কিন্তু তদন্তে সহযোগিতা (Co-operation) করছেন না পার্থ চট্টোপাধ্যায়। ৩ তারিখ আদালতে বিষয়টি জানাবেন ইডি আধিকারিকরা, এমনটাই খবর ইডি সূত্রে।
এদিকে সিএন-এর হাতে যে প্রশ্নোত্তর পর্ব এসেছে, তা হল এইরকম।
ইডি-অর্পিতার (Arpita) বাড়ি থেকে বিপুল টাকা পাওয়া গেছে। কী বলবেন?
পার্থ-শুনেছি।
ইডি-টাকা কি আপনার?
পার্থ-না।
ইডি-কার টাকা?
পার্থ-জানি না।
ইডি-মিডিয়াতে যে বলছেন ষড়যন্ত্র করা হয়েছে আপনার বিরুদ্ধে?
পার্থ-চুপ করে থাকেন, কোনও উত্তর দেননি।
ইডি-কারা ষড়যন্ত্র করেছে?
এই প্রশ্নেও চুপ পার্থ।
ইডি-দলের কেউ ষড়যন্ত্র করছে বলতে চাইছেন?
পার্থ- এই প্রশ্নেরও কোনও উত্তর দেননি।
অর্থাত্ মিডিয়ার সামনে ষড়যন্ত্রের কথা বললেও ইডি-র জেরায় ষড়যন্ত্রের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পার্থ চট্টোপাধ্যায়।