শুক্রবার বেহালা (Behala) পশ্চিম বিধানসভা কেন্দ্রের উন্নয়নের ১১ বছর। এই উপলক্ষ্যে মহামিছিলের আয়োজন করে স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিন বিকেল হতেই অজন্তা থেকে শুরু করে ডায়মন্ড হারবার (Diamon Harbor) রোড ধরে চলে মহামিছিল।
যদিও কাল একটি সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট হয়, সেখানে বড় বড় করে লেখা ছিল হোক প্রতিবাদ, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সমর্থনে এক মহামিছিল বের হবে শুক্রবার। তবে যাতে ভুল বার্তা না যায়, সেইজন্য পার্থ চট্টোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন, "এটা কোনও প্রতিবাদ মিছিল না, অবিলম্বে এই ধরণের পোস্ট সরিয়ে ফেলুন। এটা উন্নয়নের পক্ষে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মহা মিছিল।"
সেইমতই এদিন এই মহামিছিল বেহালার ১১ বছরের উন্নয়নের পক্ষে শুরু হয়।