১৯ এপ্রিল, ২০২৪

Dengue: পুজোর আগে অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাংলাজুড়ে চিকিৎসাধীন ৬০০ জন
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-04 15:52:21   Share:   

পুজোর আগে রাজ্যে ডেঙ্গি (dengue) নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি, রাজ্যের স্বাস্থ্য দফরের অভ্যন্তরের রিপোর্টে উদ্বেগ প্রকাশ হয়েছে। শেষ দু'সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত (infected) ২২৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২২৪। গত ৭ দিনে সরকারি হাসপাতালে (hospital) ভর্তি হয়েছেন প্রায় ৬০০ জন রোগী। এবার স্বাস্থ্য দফতরের অভ্যন্তরের রিপোর্টে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, সব মিলিয়ে তিনটি জেলায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং জলপাইগুড়ি। এই তিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সতর্ক করা হয়েছে। অবিলম্বে স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।

অগাস্ট মাসের শেষ ২ সপ্তাহের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রাজ্যে সবথেকে বেশি। মূলত, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ে অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। সেই কারণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তিন জেলার জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।


Follow us on :