২৪ এপ্রিল, ২০২৪

Partha: বাতিল পার্থর জামিনের আবেদন, 'প্রাক্তন মন্ত্রী শিক্ষাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন',খোঁচা ইডির
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-14 19:08:31   Share:   

নগর দায়রা আদালতে ফের খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন (Bail Plea)। মঙ্গলবার আদালতে জোড়া আবেদন করেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ইডির (ED) এফআইআর থেকে তাঁর নাম বাদ দিতে আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে করা হয় জামিনের আবেদন। কিন্তু বিচারকের আপত্তিতে ইডির এফআইআর থেকে তাঁর নাম বাদ সংক্রান্ত আবেদন প্রত্যাহার করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও ইডি এদিন আদালতে দাবি করেছে, দু'টো আবেদন করে অযথা সময় নষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়। যেকোনও একটা আবেদন করুন পার্থ চট্টোপাধ্যায়।

এদিকে, মঙ্গলবার জামিনের বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তুলনা টানেন ইডির আইনজীবী। তিনি বলেন,'২৬ সেপ্টেম্বর ১৮২০  বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম। যিনি শিক্ষার আলো জ্বালিয়েছেন,  শিক্ষাব্যবস্থাকে একশো বছর এগিয়ে দিয়েছেন। ৬ অক্টোবর ১৯৫২ কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন। যিনি শিক্ষাব্যবস্থাকে একশো বছর পিছিয়ে দিয়েছেন।' 

ইডি আইনজীবী জানান, 'আমাদের কাছে প্রমাণ আছে কুন্তল ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। এমনকি পার্থবাবু নিজের অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীর নাম দিয়েছিলেন।' যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, 'আমার মক্কেলের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তিনি সহযোগিতা করেন। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। অন্য একজনের বাড়িতে টাকা পাওয়ার অপরাধে আমার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। এটাকে গ্রুপ অফেন্স বলা হচ্ছে, অথচ পার্থবাবুকে একা জেল হেফাজতে রাখা হয়েছে। ইডি ধারণার উপর নির্ভর করে মামলা শুরু করেছে। আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। তদন্ত চলুক, পার্থ চট্টোপাধ্যায় সাহায্য করবে।'


Follow us on :