শহরতলি বা প্রত্যন্ত গ্রামাঞ্চল নয়, খাস লেকটাউনের (Lake Town) মতো জায়গায় দিনের আলোয় রমরমিয়ে চলছে বেআইনিভাবে (Illegal) রান্নার গ্যাস (Cooking Gas) বিক্রির ব্যবসা। সিলিন্ডার (Cylinder) থেকে বিশেষ পদ্ধতিতে রান্নার গ্যাস বের করে ভরা হচ্ছে অটোতে (Auto)। এভাবেই চলছে কাটা গ্যাস বিক্রি। গ্যাসের যাঁরা ডেলিভারি বয়, তাঁরা মাত্র ৫০ টাকা বেশির বিনিময়ে সিলিন্ডার বিক্রি করে দিচ্ছেন অসাধু কারবারীদের। সেই ডেলিভারি বয়ও স্বীকার করেছেন, বিষয়টি বেআইনি।
এদিন ওই জায়গায় সি এন-এর প্রতিনিধি পৌঁছনোর খবর পেয়েই পালিয়ে যায় অসাধু কারবারীরা। দেখা গেল, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সিলিন্ডারের গ্যাস ওজন করা থাকা শুরু করে যাবতীয় কাজকর্ম চলছে একেবারে প্রকাশ্যেই। গ্যাস বের করার পর মোটরের সাহাশ্যে নলের মাধ্যমে তা স্থানান্তরিত করা হচ্ছে অটোতে। দেখুন সেই মিনি বেআইনি কারখানার খণ্ডচিত্র।
গ্যাসের দাম উত্তরোত্তর বাড়ছে। একইসঙ্গে গ্যাসের সংকটও কম নয়। অনেক সময়ই অভিযোগ ওঠে, বাড়িতে গ্যাস মিলছে না। সেরকম একটা প্রোক্ষাপটে কীভাবে দিনের আলোয় গ্যাস চুরি হয়ে যাচ্ছে, তা অবাক করার মতোই। স্থানীয় পুলিস বা প্রশাসনও কি বিষয়টি সম্পর্কে অবগত নয়? প্রশ্নটা থেকেই যাচ্ছে।