১৯ এপ্রিল, ২০২৪

Kolkata Pujo: পুরসভার নোটিসে মহম্মদ আলি পার্কে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি বন্ধ
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-21 18:16:29   Share:   

কলকাতার ঐতিহ্যশালী বড় এবং প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হল মহম্মদ আলি পার্ক (Md Ali Park)। সেখানে মণ্ডপ (Pandel) তৈরির কাজও প্রায় শেষের দিকে। কিন্তু বাধ সেধেছে কলকাতা পুরসভার (KMC) একটি নির্দেশিকা (Order)। এবং ওই নির্দেশিকা অনুযায়ী মণ্ডপ তৈরির কাজ এই মুহূর্তে বন্ধ রাখতে হবে। কারণ, নিচে যে রিজার্ভার রয়েছে, সেটি পুরসভার মতে পুরনো এবং বিপজ্জনক হয়ে আছে। ফলে এখানে কোনওরকম ভিড় করা যাবে না। কারণ ভিড়ের কারণে যে কোনও সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। তাই প্যান্ডেল তৈরির কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। অন্য কোথাও সরিয়ে নিয়ে গিয়ে পুজো করারও পরামর্শ দেওয়া হয়েছে।


যদিও পুজো কমিটির তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করেই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।

উল্লেখ্য, গত দুবছর ধরে মহম্মদ আলি পার্কের পুজো অন্যত্র হচ্ছিল। ২০২১ সালে মহম্মদ আলি পার্কের যে গেট, সেই গেটের সামনে ছোট করে পুজো হয়। এবার তাঁরা আশা করেছিলেন, এই পুজো কিছুটা বড় করা হবে। কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করানো যাবে না, এমনটাই নির্দেশিকা এসেছে কেএমসি-র তরফে। এরপরই কাজ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হল। যদিও কীভাবে পুজো হবে, তা উদ্যোক্তারা জানেন না। এই মুহূর্তে তাঁদের কিছুটা দিশাহারা অবস্থা। কারণ, হাতে সময় খুবই কম। এর মাঝে অন্যত্র পুজোর আয়োজন করাটাও খুব সহজ কাজ নয়।


Follow us on :