২০ এপ্রিল, ২০২৪

Bail: সকালে গ্রেফতার, বিকেলে জামিন! কোর্ট থেকে বেড়িয়েই ন্যাড়া হলেন কৌস্তভ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-04 20:23:21   Share:   

গ্রেফতারির দিনেই জামিন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির। হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন কৌস্তভ বাগচী। পাশাপাশি তদন্তকারী অফিসারের কাছে সপ্তাহে একদিন হাজিরা দিতে হবে। এমন শর্তেই কৌস্তভ বাগচিকে জামিন দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক অতনু মণ্ডল। এই মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল।

এদিন আদালত থেকে বেড়িয়েই মাথা মুড়িয়ে ফেলেন কংগ্রেস নেতা। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মমতা সরকারকে উৎখাত করছি, ততদিন মাথার চুল রাখবো না।' এদিকে শনিবার কৌস্তভের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায় প্রমুখরা। অন্যদিকে সরকারি আইনজীবী ছিলেন অভিজিৎ চট্টোপাধ্যায়।

এদিন কৌস্তভের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'দিন এমন আসছে, ডিএ মামলায় সরকারি কর্মচারী গ্রেফতার, নৌসাদ সিদ্দিকীর গ্রেফতার এরপর কৌস্তভ বাগচী। অভিযোগ পড়ার অনুরোধ করছি। অভিযোগের মধ্যে বেশিরভাগ ধারাই জামিনযোগ্য।'

সরকারি আইনজীবী জানান, 'জনমানসে শান্তি-সৌহার্দ্য বিঘ্নিত হচ্ছে কিনা এটা দেখার অনুরোধ। এখন তথ্য-প্রমাণ দেখার সময় আসেনি। আমি পুলিস হেফাজতের আবেদন জানাই।' যদিও সরকারি আইনজীবীর আবেদন খারিজ করেন বিচারক।

এদিকে কৌস্তভের জামিন নিশ্চিত হওয়ার পরে তাঁকে আক্রমণের মুখে হেঁটেছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক শশী পাঁজা বলেন, 'জামিনে মুক্ত হয়ে ক্ষমা চাওয়া উচিৎ কৌস্তভ বাগচির। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে যে মন্তব্য, তা ক্ষমাযোগ্য নয়। তাও গ্লানি না রেখে ক্ষমা চেয়ে নিক কৌস্তভ বাগচি।'


Follow us on :