ধুমধাম করেই আয়োজিত কফি হাউসের বার্ষিক রক্তদান শিবির। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। সোমবার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট কফি হাউসে উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলেজ স্ট্রিট কফি হাউস বহু বছর ধরেই কফি হাউস সোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই রক্তদান শিবির আয়োজন করছে। বইপাড়ার একাধিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-অশিক্ষককর্মী-সহ বিভিন্ন বিশিষ্ট জন উপস্থিত থেকে রক্তদান করেন এই মহতী অনুষ্ঠানে।
এদিকে, কফি হাউসের বার্ষিক রক্তদান উৎসবে এসে অভিভূত রাজ্যপাল। তিনি এখানে প্রতিবছর আসতে চান। একইসঙ্গে তিনি বেশ কিছু পরিকল্পনা করেছেন। এদিন উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা-অভিনেত্রী আবির চট্টপাধ্যায়, দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল প্রমুখরা।