মধ্যরাতে করুণাময়ীতে (Karunamoyee) চাকরিপ্রার্থীদের বলপূর্বক তুলে দেওয়ার প্রতিবাদে শনিবার রাজপথে নাগরিক সমাজ। সেই ঘটনায় পুলিসি ভূমিকার তীব্র নিন্দা করে এদিন ভিক্টোরিয়া হাউস থেকে প্রতিবাদ মিছিল (Protest Rally) আয়োজন করা হয়েছিল। সেই মিছিলের একদম প্রথমসারিতে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, পরিচালক অনীক দত্ত (Anik Dutta), বাদশা মৈত্র প্রমুখরা। মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে, অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দেবদূত ঘোষ, জিতু কামাল প্রমুখ। এই মিছিলের সমর্থনে এগিয়ে এসে পা মেলান প্রবীণ রাজনীতিবিদ বিমান বসু এবং রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নান।
তবে এঁদেরকে মিছিলের একদম শেষ প্রান্তেই দেখে গিয়েছে। যেহেতু অরাজনৈতিক ব্যানারে এই মিছিল, তাই সমর্থক হিসেবে মিছিলের শেষে ছিলেন এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। সংবাদ মাধ্যমকে এমনটাই জানান তিনি।
মিছিল থেকে স্লোগান ওঠে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের দাবি। গানে, কবিতা, স্লোগানে মুখরিত ছিল নাগরিক সমাজের এই মিছিল।