০৯ ডিসেম্বর, ২০২৩

Dengue: শহর কলকাতায় মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি, উর্দ্ধগামী সংক্রমণে কপালে চিন্তার ভাঁজ পুরকর্তাদের
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-23 16:56:35   Share:   

শহর কলকাতায় মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। সংক্রমণের নিরিখে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থান দখল করেছে শহর। দিনদিন বাড়ছে  সংক্রমণের সংখ্যা, উঠে আসছে মৃত্যুর খবরও। এই পরিস্থিতেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বলেন, পুরসভার তরফ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে সাধারণ মানুষের সতর্ক হওয়া দরকার। 

তবে সত্যিই কী তাই ? সাধারণ মানুষ সতর্ক নয়? পুরসভার পক্ষ থেকে আদৌও কী নেওয়া হয় সবরকম ব্যবস্থা? কলকাতা পুরসভা দফতরের ঢিল ছোঁড়া দুরত্বে অবস্থিত নিউ মার্কেটের ছবি তো বলছে অন্য কথা। নিউমার্কেটের যত্রতত্র জমে রয়েছে ময়লা, হাই ড্রেনের মুখ বন্ধ হয়ে বিভিন্ন জায়গায় জমা হয়েছে জল।সৌর্ন্দায়নের জন্য যে গাছ গুলি লাগানো হয়েছিল তার পাশেই পড়ে রয়েছে ডাবের খোলা, জলের গ্লাস, যেগুলিতে বাসা বেঁধেছে মশার লার্ভা। এই সবকিছু দেখে স্পষ্ট বোঝা যায় বহুদিন ধরে জমা হয়েছে এই আর্বজনা।

একজন ব্যবসায়ীর দাবি, পুরসভার কর্মীরা ভালো ভাবে কাজ করে না। সামনেই দুর্গাপুজো। আর পুজো মানেই কেনাকাটা করতে মানুষের ঢল নামবে এই বাজারে ।তবে দুর্গাপুজোর আগে ডেঙ্গি রোধে মার্কেটের এই বেহাল দশা ভাবাচ্ছে ব্যবসায়ীদের। ডায়মন্ড হারবার থেকে আসা একজন ক্রেতা বলেন নিউমার্কেটের এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন তাঁরা।

ডেঙ্গিতে শহরের হাল দেখতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। পরিস্থিতি বেহাল দেখলেই ধমক  দিচ্ছেন পুরকর্মীদের।তবে তাঁর দফতরের সামনের এই অবস্থা কেন নজরে পড়ল না।পুরসভার কর্মীদেরও যে গাফিলতির অভিযোগ উঠে আসছে, তা কেন জানতে পারছেনা পুরসভার আধিকারিকরা। তবে কী ডেঙ্গি তৎপরতার নামে শুধুই চলছে পিঠ বাঁচানোর লড়াই? সাধারণ মানুষ সতর্ক নয়, এই দায় চাপিয়ে কী সত্যিই নিজেদের গাফিলতির ছবি মুছে ফেলতে পারে পুরসভা? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।


Follow us on :