ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। দিনের বেলায় রোদের দাপটে অতিষ্ঠ রাজ্যবাসী। এই মুহূর্তে বৃষ্টির কোনও দেখা নেই। সেই সঙ্গে বাড়ছে গরম। সন্ধ্যার পর থেকে হাওয়ার দাপটে কিছুটা হলেও হাঁসফাঁস গরমের থেকে মুক্তির স্বাদ পাচ্ছে শহরবাসী। কিন্তু এই অস্বস্তিকর গরম থেকে মুক্তি কবে? তারই অপেক্ষায় শহরবাসী। এদিকে, গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। তবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকতে পারে। শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪ থেকে ৫দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশ কিছু রাজ্যে তুমুল তাপপ্রবাহের সতর্কতা থাকলেও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিমা বায়ু স্থলভাগে ঢোকার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে আগামী ২ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষ করে অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, লাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ, সোমবার মেঘালয়ে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার, ৫ এপ্রিল।