LATEST NEWS
29 May, 2023

Accident: বর্ষশেষের সকালে ময়দান চত্বরে উলটে গেল গাড়ি, বড় ক্ষতির থেকে রক্ষা
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১২-৩১ ১১:৫৭:২১   Share:   

বছরের শেষ সকালে ময়দানে (Kolkata Maidan) ক্যাসুরিনা আভেনিউতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা (Road Accident)। স্টিয়ারিং লক হয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উলটে যায়। কার্যত দুমড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ। ভিতরে থাকা দু'জনের হাতে এবং পায়ে চোট লেগেছে। ময়দান থানার (Kolkata PS) কর্তব্যরত পুলিসকর্মীরাই গাড়ির দুই আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। জানা গিয়েছে, দুর্ঘটনার অভিঘাতে গাড়ির এয়ার ব্যাগ বেড়িয়ে আসায় প্রাণহানি রক্ষা করা গিয়েছে।

পুলিস সূত্রের খবর, গাড়িতে যারা ছিলেন তারা মদ্যপ ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে। পাশাপাশি সাতসকালে গাড়ির গতি বেশি ছিল কিনা তাও খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। এই প্রসঙ্গে উল্লেখ্য, সকালবেলা ময়দান অঞ্চলে প্রচুর মানুষ মর্নিং ওয়াকে বের হন। প্রাতঃভ্রমণকারীদের জমায়েতে জনবহুল থাকে ক্যাসুরিনা অ্যাভেনিউয়ে জোড়া কামান চত্বর। তাই এদিন সকালের দুর্ঘটনা বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে শহর কলকাতা।

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :