LATEST NEWS
28 May, 2023

Highcourt: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন টি এস শিবগ্নানাম
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-৩১ ১২:০৯:৪৭   Share:   

আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি (Judge) প্রকাশ শ্রীবাস্তবের কর্মজীবনের (Prakash Srivastava) শেষ দিন। সূত্রের খবর, নতুন দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন টিএস শিবগ্নানাম। গতমাসেই কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টিএস শিবগ্নানামকে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যর সঙ্গে আজ অর্থাৎ শুক্রবার ডিভিশন বেঞ্চে বসবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবগ্নানাম। বৃহস্পতিবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব শুনানি শেষ করে ওঠার সময় বলেছিলেন 'হে বন্ধু বিদায়'। বাঙালি হয়েও অবাঙালিদের প্রতি ভালোবাসা জন্মেছে তাঁর। তারই নিদর্শন স্বরূপ গতকাল তিনি এই কথা জানান।

Ad code goes here

Ad code goes here

Follow us on :