২৯ মার্চ, ২০২৪

TET: 'নিয়োগ দুর্নীতি মামলায় নতুন কোনও প্রভাবশালীর নাম এসেছে?', সিবিআইকে প্রশ্ন হাইকোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-05 09:40:43   Share:   

২০১৬ প্রাথমিক টেট (Primary TET) নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৯ জনের চাকরি বরখাস্ত হয় ৩০ জুন। তাঁদের শুক্রবার মামলায় যুক্ত করা হল। ২৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন পরবর্তী শুনানির দিন স্থির হবে। এদিন বিচারপতি (Justice Ganguly) অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের (CBI) আইনজীবীকে প্রশ্ন করেন, 'নিয়োগ দুর্নীতি মামলায় ৬ জন ছাড়া আর কোনও প্রভাবশালী ব্যক্তির যোগ কি পাওয়া গিয়েছে? এটা খুব বড় অপরাধ। তদন্তের অভিমুখ কি আর কোনও বড় ব্যক্তির দিকে যাচ্ছে? যদি কাউকে পাওয়া যায়, তাহলে সিবিআই তাঁদের জেরা বা জিজ্ঞাসাবাদে যথাযথ পদক্ষেপ করবে। যারা গ্রেফতার হয়েছেন, তাঁরা কি তদন্তে সহযোগিতা করছে, কারও নাম বলছে? মিডলম্যানদের নাম বলছে?'

এই প্রশ্নের পরেই বিচারপতির মন্তব্য, 'এই মামলায় আগামীতে যাতে ধৃতরা কেউ জামিন না পায় ভবিষ্যতে এমন নির্দেশ দিতে পারে হাইকোর্ট। নিউ কথামৃত বলছে, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আরও নতুন কিছু এমন বাণীর বানীর জন্য আমি অপেক্ষা করছি। তিনি জানান, প্রতিদিন বিকেল ৪টে- সন্ধ্যা ৭টা পর্যন্ত যাদের চাকরি গিয়েছে, সেই ২৬৯ জনের ট্রায়াল কোর্টের মতো শুনানি চলবে। ঠিক যেমনটা অতীতে হয়েছে। দ্রুত এই মামলা শেষ করতে চাই।'

পাল্টা সিবিআইয়ের আইনজীবীর মন্তব্য, 'কালো টাকা সাদা করতে এই অপরাধ সংঘটিত হয়েছে। হোয়াইট কলার ক্রাইম, টাকা পাচারের জন্য রোজ নতুন তথ্য আসছে। সেই তথ্যের উপর ভিত্তি করে এজেন্সি তদন্ত চালাচ্ছে। কিছু নাম এসেছে যেগুলো জনসমক্ষে বলা যাবে না। তদন্তকারী সংস্থার থেকে সেই নামের ব্যাপারে নিশ্চিত হয়ে আদালতকে বলতে পারি।'

এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বার্তা, 'সিবিআইয়ের কাজে কোর্টের নজর রয়েছে। কারও অঙ্গুলিহেলনে যাতে কেন্দ্রীয় সংস্থা না চলে।' 


Follow us on :