২০ এপ্রিল, ২০২৪

Pous Mela: পৌষ মেলা জন্য মাঠ দিতে আপত্তি বিশ্বভারতীর! লিখিত দিতে বললো কলকাতা হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-29 16:55:04   Share:   

চলতি বছর পৌষ মেলা ঘিরে বড়সড় জটিলতা। মেলার মাঠ আর পৌষ মেলার জন্য দিতে নারাজ বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয়ের এই বক্তব্য হলফনামার আকারে জমা দিতে হবে বিশ্বভারতীকে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 'বিশ্বভারতী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানিতে লিখিত আকারে এই বক্তব্য জানাবে, তারপর আদালত পরবর্তী নির্দেশ দেবে।'

বিশ্বভারতী জানিয়েছে, মেলার জন্য দূষণ ছড়ানোয় বারেবারে পরিবেশ আদালত সতর্ক করেছে। মেলা করলে বেশ কিছু শর্ত মানার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মেলা চলাকালীন ব্যবসায়ী থেকে অন্য সকলে সেই শর্ত মানার উৎসাহ দেখায় না। ফলে সেই ঘটনায় বিশ্বভারতীকে সতর্ক করেতছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তাই মেলা আয়োজনে আপত্তি না থাকলেও, ওই মাঠে মেলা করতে দেওয়ায় আপত্তি আছে বিশ্বভারতীর।

শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভলপমেন্ট অথরিটি সূত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে মেলা হবে ন। কিন্তু জেলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য মেলা করা হয়। দরকার হলে আদালত সবপক্ষকে নিয়ে আলোচনা করে পথ বাতলে দিক।


Follow us on :