২৯ মার্চ, ২০২৪

Court: এবছর কম মাধ্যমিক পরীক্ষার্থী, উদ্বিগ্ন কোর্ট! 'অতিরিক্ত শিক্ষকে কী লাভ', মন্তব্য বিচারপতির
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-20 14:59:53   Share:   

শিক্ষক নিয়োগ (Education Scam) দুর্নীতি মামলায় যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার শিক্ষক বদলি (Teacher Transfer) ঘিরেও কড়া হতে চায় আদালত। শিক্ষক বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে সোমবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের। বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, 'অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন, কী লাভ? অর্থের অপচয় হচ্ছে।' গত বছরের তুলনায়, এবছর কম সংখ্যক মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Exam 2023) নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট।

গত সপ্তাহে শিক্ষক বদলি সংক্রান্ত অপর একটি মামলার শুনানিতে এই বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চ পর্যবেক্ষণে বলেছিল, পড়ুয়া না থাকলে সেই স্কুলে শিক্ষক  রেখে লাভ নেই। বরং যেসব স্কুলে পড়ুয়া নেই সেই সমস্ত স্কুল তুলে দিক। এই পরামর্শ শিক্ষা দফতরকে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

এদিকে, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ পাওয়া 'অযোগ্যদের' বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগভিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এবার শিক্ষক বদলি সংক্রান্ত একাধিক মামলাতেও কড়া আদালত। সোমবার এক মামলার শুনানিতে বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, 'রাজ্যে দশ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা হয়েছে। আর এদিকে চার লাখ কম ছাত্র এবার মাধ্যমিকে বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে।'


Follow us on :