১৯ এপ্রিল, ২০২৪

VC: আদালতে বড় ধাক্কা রাজ্যের, উপাচার্যদের পুনঃনিয়োগ খারিজ হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-14 14:19:29   Share:   

উপাচার্য (Vice-Chancellor) নিয়োগ মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। মোট ২৯ জন উপাচার্যর নিয়োগ খারিজ করল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। ভিসিদের পুনঃনিয়োগ সঠিক কিনা, সেই মামলায় রায়দান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। যাদের সময়সীমা শেষ, চ্যান্সেলরের নির্দেশ ছাড়া তাঁদের নিয়োগ বেআইনি, এদিন বললেন ডিভিশন বেঞ্চ। যাঁদের এই মুহূর্তে পুনঃনিয়োগ হয়েছে সেই উপাচার্যদের নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। তবে যাঁদের সময়সীমা শেষ হয়েছে, তাঁদের নিয়ে কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট। মঙ্গলবার থেকে পুনঃনিয়োগ হওয়া উপাচার্যরা কোনও দায়িত্ব পালন করতে পারবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের।  

উপাচার্যদের পুনঃনিয়োগ মামলায় এভাবেই মুখ পুড়ল রাজ্যের। স্পষ্ট আদালত জানিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের পুনঃনিয়োগ বেআইনি। আদালতের মন্তব্য,'ভিসি নিয়োগে রাজ্যের কোনও এক্তিয়ার নেই।'

এক আইনজীবি বলেন, 'আমাদের প্রাক্তন রাজ্যপাল, এখন যিনি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, চ্যান্সেলর থাকাকালীন বলেছিলেন, ২৪টি স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের নিয়োগ তাঁর স্বাক্ষর ছাড়াই হয়েছিল। এই বিষয়ে মামলা চলাকালীন রাজ্য সরকার বলেছিলেন, এটা নিয়োগ নয়। এটা পুনঃনিয়োগ। রাজ্য সরকার তুঘলকি আইন চালু করেছেন।' তিনি আরও বলেন, '২০১৮ সালে ইউজিসি-র রেগুলেশন বলেছে, যে সার্চ কমিটি নির্বাচন করে ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে। সেই সার্চ কমিটিতে ইউজিসি-র চেয়ারপার্সনের একজন নমিনিকে থাকতে হবে। সেই বিষয় রাজ্য সরকার উড়িয়েই দিয়েছেন।'         



Follow us on :