২৪ এপ্রিল, ২০২৪

Anubrata: কলকাতা হাইকোর্টে অনুব্রতর জরিমানা! দিল্লি যাচ্ছেনই টিএমসি নেতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-04 18:28:05   Share:   

কলকাতা হাইকোর্টের বড় ধাক্কা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। তাঁর দিল্লি যাত্রায় আর কোনও বাধা থাকলো না। তৃণমূল নেতার (TMC Leader) দিল্লি যাত্রা স্থগিত সংক্রান্ত আবেদন খারিজ হাইকোর্টে (Calcutta High Court)। পাশাপাশি একই আবেদন দেশের দুই হাইকোর্টে করার অপরাধে তৃণমূল নেতাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এদিন মামলার শুনানিতে ইডির (ED) আইনজীবী জানান, 'প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে করে অনুব্রত মণ্ডলকে দিল্লি এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। কারণ তাঁর চিকিৎসার ব্যাপারে আমরাও চিন্তিত। কোনও অপরাধীকেই ইডি ছাড়বে না। তদন্তের স্বার্থে প্রত্যেকেই প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।'

এদিকে, অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া রুখতে আসানসোল সিবিআই বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। শনিবার হাইকোর্ট ছুটি থাকলেও বিশেষ এজলাস গঠন করে শুনানি হয় অনুব্রত মণ্ডলের আবেদনের। যদিও সেই আবেদন খারিজ করেছেন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী।


Follow us on :