২০ এপ্রিল, ২০২৪

Justice: 'আমি বদলে গিয়েছি, ভগবান থেকে শয়তান হয়েছি', কেন এই মন্তব্য বিচারপতি গাঙ্গুলির
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-12 14:59:23   Share:   

আমি বদলে গিয়েছি। আগের মতো আর নেই। ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছে। সোমবার এজলাসে বসে এক মামলকারীকে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি চলাকালীন এক মহিলা এগিয়ে আসেন। তিনি বিচারপতির উদ্দেশে বলেন, "ধর্মাবতার আমার কথা একটু শুনুন। আপনিই ভরসা।"

সেই মহিলার উদ্দেশে বিচারপতি প্রশ্ন, 'এখন তো মামলা মেনশনের সময় নয়। তাছাড়া এ ভাবে বলছেন কেন? এভাবে কি মামলা করা যায়?' মহিলার জবাব, 'বঞ্চিত হয়ে অনেক বছর ধরে ঘুরছি। কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিলাম। বাচ্চার মুখের দিকে চেয়ে করতে পারিনি। এর আগে মামলা করেও কিছু হয়নি। আপনি সাহায্য করুন। আপনাকে আমরা ভগবানের মতো দেখি।' এরপরেই আক্ষেপের সুরে বিচারপতি জানান, 'আমি আর আগেই মতোন নেই। আর আমি ভগবান-টগবান নই। আমি শয়তান হয়ে গিয়েছে। ভগবান থেকে শয়তান!'

বিচারপতির মুখে এই মন্তব্য শুনে সেই মহিলার পাল্টা, 'এভাবে বলবেন না! আপনি যা দেশের জন্য যা করেছেন তা অতুলনীয়। আপনাকে অনেক ধন্যবাদ।' বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'আপনার মামলার নম্বর কত? দিয়ে যান বুধবার বিষয়টি দেখতে পারি।' বিচারপতির থেকে আশ্বাসবাণী শুনে এজলাস ছেড়ে যাওয়ার পথে হঠাৎ পা পিছলে যান ওই মহিলা। কয়েকজন আইনজীবী তাঁকে ধরে সামাল দেন। মহিলা বলেন, "মাথা ঘুরে গিয়েছিল!" বিচারপতি বলেন, 'সাবধানে যান। মামলা হবে। চিন্তা করবেন না।' 

যদিও গত সপ্তাহেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমার মন্তব্যের অন্য মানে করা হচ্ছে। আমি আর মন্তব্য করব না।


Follow us on :