২৩ এপ্রিল, ২০২৪

Metro: জোকা-তারাতলা মেট্রো রুটের সেফটি ছাড়পত্র, এই লাইনে কবে থেকে ছুটবে ট্রেন?
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-18 18:46:31   Share:   

চলতি মাসের ৮ তারিখ জোকা-তারাতলা মেট্রো রুটের (Joka-Tartala Metro) নিরাপত্তা পরিদর্শন করেন সিআরএস বা কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। সেই পরিদর্শনের ১০ দিনের মাথায় এই রুটে মেট্রো চলাচলে ছাড়পত্র মিলেছে। এবার কলকাতা মেট্রো (Kolkata Metro) স্থির করবে কবে থেকে জোকা-তারাতলা রুটে মেট্রো চলবে। আগামি তিন মাসের মধ্যে মেট্রো চালাতে হবে এই রুটে।

ফলে চলতি বছরের শেষেই সুখবরের অপেক্ষায় জোকা, ঠাকুরপুকুর, বেহালা, তারাতলার বাসিন্দাদের। এতদিন জোকা, ঠাকুরপুকুর থেকে কলকাতা আসতে, বাস কিংবা মাঝেরহাট থেকে ট্রেন ছিল একমাত্র ভরসা। অনেকে আবার তারাতলা অবধি এসে অটোতে রাসবিহারী পৌঁছে মেট্রো ধরতেন। কেউ কেউ আবার বেহালা, হরিদেবপুর হয়ে টালিগঞ্জে গিয়ে মেট্রো ধরতেন। এবার এই রুটে মেট্রো চালু হলে জোকা-কলকাতার দুরত্ব এবং যাত্রার ধকল অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।


Follow us on :