২০ এপ্রিল, ২০২৪

Post Poll: ভোট পরবর্তী হিংসা তদন্তে বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজকে সিবিআই তলব
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-18 13:15:11   Share:   

ভোট পরবর্তী সন্ত্রাস (Post poll violence) মামলায় সিবিআই (CBI) তলব তৃণমূল কাউন্সিলর (TMC) দেবরাজ চক্রবর্তীকে। তৃণমূলের মহিলা বিধায়ক (MLA) অদিতি মুন্সির স্বামী দেবরাজ বিধাননগর পুর নিগমের পুরপারিষদ সদস্য। সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফ তলব করে দেবরাজ চক্রবর্তীকে সিজিও কমপ্লেক্স আসতে বলা হয়েছিল। বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের খুনের মামলায় মঙ্গলবার  সকাল ১১টায় হাজিরা দিয়েছেন তিনি।

তাঁর ইন্ধনেই খুন হতে হয়েছে প্রসেনজিৎ দাসকে। ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এই অভিযোগ পেয়েছে সিবিআই। সেই অভিযোগ খতিয়ে দেখতেই তাঁকে তলব। এমনটাই সিবিআই সূত্রে খবর। এ প্রসঙ্গে সিবিআই দফতরে ঢোকার আগে দেবরাজ জানান, ভিতর থেকে ঘুরে এসে তলবের সঠিক কারণ বলতে পারব। একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে ওদের তদন্তে সব সাহায্য করব। ওদের প্রশ্নের জবাবে আমার কাছে যা যা তথ্য আছে, সেটা দিয়ে সাহায্য করব।

এদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যে দু'বার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র‍্যাডারে রয়েছেন জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও।


Follow us on :