২৮ মার্চ, ২০২৪

Subiresh: বাঁশদ্রোণীর ফ্ল্যাটে প্রায় ৮ ঘণ্টা তল্লাশি সিবিআইয়ের, মধ্যরাতে সুবীরেশের বাড়ি থেকে বেরোল সিবিআই
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-26 15:07:18   Share:   

এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান((SSC EX Chairman) সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে প্রায় ৮ ঘণ্টা তল্লাশি(seaech) চালায় সিবিআই। গতকাল বিকেলে সিবিআইয়ের ৫ সদস্যের এক প্রতিনিধিদল ফ্ল্যাটে যান। প্রায় রাত দেড়টা পর্যন্ত তল্লাশি চালান তাঁরা। সিবিআই আধিকারিকরা বেরোনোর সময় স্বভাবতই মুখে কুলুপ এঁটে ছিলেন। তবে বেশ কিছু জিনিস, গুরুত্বপূর্ণ তথ্য ও নথি(document) বাজেয়াপ্ত করেছেন সিবিআই আধিকারিকরা। 

সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছু প্রশ্ন করেন তাঁকে সিবিআই আধিকারিকরা। প্রশ্নবাণে ছিল,

১. আপনি বলছেন সব আইন মেনে হয়েছে, বাগ কমিটির রিপোর্টে অন্য কথা রয়েছে। কী করে সম্ভব?

২. অটো জেনারেটেড সই দিয়ে চাকরি হল কীভাবে?

৩. আপনার আমলেই সব দুর্নীতির পরীক্ষা আপনি দায় এড়াতে পারেন না।

সূত্রের খবর, তবে উত্তরে তিনি বলেন, সব আইন মেনেই করেছেন। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালের উড়ানে শহরে আসেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(chancellor) সুবীরেশ ভট্টাচার্য। কলকাতা বিমান বন্দরে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এরপর তাঁর পরের গন্তব্য ছিল নিজাম প্যালেস নয়,  বালিগঞ্জ প্লেস। সূত্রের খবর, বালিগঞ্জ প্লেসে এক আত্মীয়ের বাড়ি খাওয়া দাওয়ার পর সুবীরেশ বাবুর পৌঁছন বাঁশদ্রোণীতে তাঁর সিল বন্ধ ফ্ল্যাট।

তবে নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত ভুল থাকতে পারে। সিবিআই ঠিক পথেই এগোচ্ছে। তবে পরবর্তী কালে তাঁর অজান্তে স্ক্যান সিগনেচার ব্যবহার করা হতে পারে বলে গতকাল জানান তিনি। তবে যা বলার সিবিআই বলবে, কোর্ট বলবে বলে জানান তিনি। সিবিআইয়ের উপর ১০০ শতাংশ বিশ্বাস রয়েছে বলেও দাবি করেছেন তিনি।



Follow us on :