এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় এবার এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে সিবিআই হানা। বৃহস্পতিবার সিবিআইয়ের ৫ সদস্যের একটি দল শান্তিপ্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতে যায়। সূত্রের খবর, এসপি সিনহার কোথায় কত সম্পত্তি রয়েছে, তা খতিয়ে দেখতে এদিন পৌঁছয় সিবিআই আধিকারিকদের একটি দল।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁর আয়ব্যয় সংক্রান্ত নথির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি এদিন পরিবারের অন্যান্য সদস্যর বয়ান রেকর্ড করেন গোয়েন্দা আধিকারিকরা।
প্রসঙ্গত, সিবিআইয়ের ব়্যাডারে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাসহ ৫ সদস্যের যাবতীয় সম্পত্তি। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত নথিও খতিয়ে দেখতে চান সিবিআইয়ের আধিকারিকরা। শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে অভিযোগ, কোনও রকম আইন না মেনে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের গ্রুপ সি পদে চাকরির জন্য সুপারিশ করেছিলেন তিনি। আরও অভিযোগ, ৩৮১টি পদে জাল সুপারিশপত্র দিয়ে নিয়োগ করা হয়েছিল। এখন সেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে তত্পর সিবিআই।