নিয়োগ-দুর্নীতি (Corruption) মামলায় হাইকোর্টের নির্দেশে সল্টলেকের এসএসসি দফতরের নিরাপত্তার (Security) দায়িত্বে ছিল সিআরপিএফ (CRPF)। বাইরে থেকে কোনওভাবে যাতে কেউ অফিসে প্রবেশ করতে না পারে. তার জন্যই জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। এবার এসএসসি দফতরের সংশ্লিষ্ট ঘরগুলি খুলে দুদিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে মূলত আট থেকে দশটি হার্ডডিস্ক (Hard Disk) ও প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। সিবিআই আধিকারিকরা মনে করছেন, এসএসসিতে যে দুর্নীতি হয়েছে, তার সমস্ত কিছু এই হার্ডডিস্কের মধ্যে রয়েছে। কিভাবে দুর্নীতি করে নিয়োগ করা হয়েছিল বা দুর্নীতির মাধ্যমে যাদের নিয়োগ করা হয়েছিল, তাদের নামও রয়েছে সেই হার্ডডিস্কের মধ্যেই। বাজেয়াপ্ত (Seized) হওয়া হার্ডডিস্কগুলি খতিয়ে দেখতে ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হবে। এই হার্ডডিস্কগুলি খতিয়ে দেখার জন্য সিবিআইয়ের একটি স্পেশাল টিম তৈরি করা হয়েছে, যেখানে সিবিআইয়ের তিনজন অফিসার দায়িত্বে থাকবেন।
অন্যদিকে, এসএসসির মামলাকারীদের আজ ডেকে পাঠিয়েছে সিবিআই। নিজাম প্যালেসে ১১ টায় আসার নির্দেশ ছিল। সেই মোতাবেক ধীরে ধীরে আইনজীবীদের সঙ্গে নিয়ে এসএসসির মামলাকারীরা প্রবেশ করছেন নিজাম পালেস।