গরু পাচার মামলায় সায়গল হোসেনের প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল সিবিআই। সিবিআইয়ের বিশেষ দলের হাতে এল বেশ কিছু তথ্য। সূত্রের খবর, শতাধিক জমির দলিল বাজেয়াপ্ত। পেট্রোল পাম্প থেকে রিসর্ট, ডাম্পার ব্যবসার নথিও বাজেয়াপ্ত করল সিবিআই। শুধু মুর্শিদাবাদেই ৬০ টির বেশি জমির দলিল পাওয়া গেছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের থেকে। এই বিষয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের। বাকিরা পলাতক বলে সিবিআই সূত্রে জানা গেছে। সিবিআইয়ের প্রশ্ন একজন পুলিস কনস্টেবলের পক্ষে এত সম্পত্তি কীভাবে করা সম্ভব।
সম্প্রতি, বোলপুরে কাশীপুর মোড়ের কাছে সায়গল হোসেনের ফ্ল্যাটে হানা দেয় ৫ সদস্যের সিবিআই দল। সায়গল হোসেনকে আয় বহির্ভূত রোজগারের হিসাব দিতে না পারার কারণে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে সিবিআই সূত্রে। উল্লেখ্য, এর আগে তাঁর ডোমকলের বাড়ি ও নিউটাউনের ফ্ল্যাটে অভিযান চালিয়েছিল সিবিআই।
অভিযোগ, গরু পাচারের লেনদেন হত সায়গলের হাত ধরেই। সিবিআইয়ের দাবি, গরু পাচার কাণ্ডে সায়গল জড়িত। এই বিষয়ে একাধিক তথ্য আছে তাদের কাছে।