২৮ মার্চ, ২০২৪

CBI: 'সাহায্য লাগলে কোর্টকে বলবেন, আদালত সব সাহায্য করবে', সিবিআই কর্তাকে হাইকোর্টের আশ্বাস
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-05 19:35:24   Share:   

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আদালতে হাজিরা দিলেন সিবিআই (CBI) সিটের নবনিযুক্ত প্রধান অশ্বিন শেনভি। গ্রুপ-ডি-র (Group D) দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তাঁকে উপস্থিত থাকতে বলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন সিট (CBI SIT) প্রধান উপস্থিত হলে, বিচারপতি তাঁকে বলেন, 'যা সাহায্য লাগবে আদালতে (Calcutta High Court) এসে জানাবেন, আদালত সবরকম সাহায্য করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না।' পাল্টা সিবিআই কর্তা জানান, এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃত হয়েছে।

তিনি আদালতকে জানান, 'মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে।' বিচারপতি বলেন, 'যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে তারা শুধু ফলাফলের আশায় বসে আছেন। তারা জানতে চায় না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল? তারা চায় নিয়োগপত্র। এই দুর্নীতির তদন্ত, বিচার অনেকটা পথ পেরিয়ে এসেছে। এবার তদন্ত- বিচার তার লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছে।'

'জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন,' কমিশনকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির।


Follow us on :