২৪ এপ্রিল, ২০২৪

Budge Budge: শুরু বজবজ ট্রাঙ্ক রোড সংস্কারের কাজ, খুশি স্থানীয়রা
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-19 10:56:54   Share:   

রবিবার সকাল থেকেই উত্তপ্ত কলকাতার মহেশতলা (Maheshtala) চত্বর। দিনভর চলে বিক্ষোভ কর্মসূচি। অভিযোগ ওঠে, বজবজ ট্রাঙ্ক রোডের (Budge Budge Trunk Road)  বেহাল অবস্থা মারণফাঁদ সাধারণ যাত্রীদের জন্য। নেই কোনও প্রশাসনিক নজরদাড়ি। এরপর রবিবারই ডায়মন্ড হারবার জেলা পুলিসের (police) আশ্বাস মেলে বিক্ষোভকারীদের। সেই অনুযায়ী রবিবার রাত থেকেই তিনটি জেসিবি গাড়ি নিয়ে এসে বজবজ ট্রাঙ্ক রোডের বেহাল রাস্তার (road) সারাইয়ের কাজ শুরু করে পুলিস।

প্রসঙ্গত, বজবজ ট্রাঙ্ক রোড দ্রুত সংস্কারের দাবিতে রবিবার মহেশতলার বাটা মোড়ে সিপিআইএম কর্মী-সমর্থকরা একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করেন। কিন্তু এরপরই ডায়মন্ড হারবার থানার অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সহ ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরূপম ঘোষ নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী (police) ও র্যাফ নামানো হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন সিপিআইএম কর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয় মহেশতলা থানায়। ঘটনার প্রতিবাদে মহেশতলা থানার সামনে থেকে বেশ কয়েকজন সিপিআইএম কর্মীরা জমায়েত হতে থাকলে তাঁদেরকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় ১০০ জন সিপিআইএম কর্মীদের এদিন আটক করা হয়। এরপর মহেশতলা থানার সামনেই বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। ঘটনায় প্রায় আধ ঘণ্টা বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ থাকে। অবশেষে আটক কর্মী-সমর্থকদের ছেড়ে দেওয়া হয়। আশ্বাস মেলে দ্রুত হবে সংস্কার। সেই মতই রবিবারই রাস্তা সংস্কারের কাজে নামে পুলিস প্রশাসন। 


Follow us on :