ব্রেকিং নিউজ
Bratya-Basus-name-was-also-involved-in-recruitment-corruption-with-viral-video
Bratya: নিয়োগ-দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্য বসুরও, ভাইরাল ভিডিও নিয়ে জোর চর্চা

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-27 17:32:29


পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার কি ব্রাত্য বসু? নিয়োগ দুর্নীতিতে তবে কি যুক্ত বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও? এবার তৃণমূলের রেকমেন্ডেশন সংস্কৃতি এল প্রকাশ্যে। খোদ তৃণমূল নেতা খোলা মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন। দক্ষিণ দমদমের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মার একটি ভিডিও এসেছে সিএন-এর হাতে। তাতে তিনি দাবি করেছেন, প্রাথমিকের নিয়োগে ব্রাত্যবাবুকে পাঠানো হয়েছিল ১০০ জনের তালিকা। কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী তার থেকে ৩-৪ গুণ বা ১০ গুণ বেশি চাকরি দিয়েছেন তাঁর নিজের পছন্দের লোকেদের। এমনটাই দাবি রাজু সেনশর্মার। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

একই সঙ্গে স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় বলছেন, চাকরিটা তৃণমূলের ছেলেরাই পাবে। এটা হয়েছে এবং আগামী দিনেও হবে। এই ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওরও সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

একদিকে ইডি হেফাজতে রাজ্যের এক মন্ত্রী, অন্যদিকে ফের সামনে এল স্বজনপোষণের অভিযোগ। এই ইস্যুতে সরব বিরোধীরা। 






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন