প্রতিদিনকার মত নিজের রান্নাঘরে রান্না করছিলেন। ডিম ফাটিয়ে রান্না করতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার অভিজ্ঞতা হয় তাঁর। ডিম ফাটাতেই বেরোতে থাকে প্রচুর পরিমাণে রক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে বেলঘরিয়া ত্রিভাষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
শিক্ষিকা আতঙ্কের সুরে বলেন, কেন ডিম ফাটালে তার মধ্যে থেকে রক্ত বেরোচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে বাজারে যাঁর থেকে ডিম কিনে এনেছিলেন তাঁর কাছে যান। ডিম বিক্রেতাকে ঘটনাটি বললে, সে এই কথা মানতে নারাজ।
এ বিষয়ে পশুচিকিৎসক মিহির কুমার বিশ্বাস বলেন, এই ধরনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডিম কমার্শিয়াল ও ডোমেস্টিক জাতীয় ফার্মের হয়ে থাকে। কমার্শিয়াল ফার্মের ডিম সচরাচর মার্কেটে বের হওয়ার কথা নয়। সেটা হয়তো কোনও কারণে মার্কেটে চলে এসেছে। এবং তার থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা শুধুমাত্র কমার্শিয়াল ফার্মের ডিমের ক্ষেত্রে দেখা যায়। এই ধরনের ডিম খেলে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকবে না। কিন্তু ডায়রিয়া ও পেটের রোগ দেখা দিতে পারে বলে জানান তিনি।
গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়।