২০ এপ্রিল, ২০২৪

Bail: কয়লা-কাণ্ডে শর্তাধীনে কলকাতা হাইকোর্টে জামিন বিকাশ মিশ্রর, জমা রাখতে হবে পাসপোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-30 21:04:30   Share:   

কয়লা পাচার-কাণ্ডে শর্তাধীনে জামিন পেলেন বিকাশ মিশ্র। শুক্রবার ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জামিন শর্তে জানিয়েছে, এখনই দেশ ছাড়তে পারবে না বিকাশ। জমা রাখতে হবে পাসপোর্ট। কলকাতা পুরসভা এলাকায় তাঁকে থাকতে হবে। কয়লা পাচার মামলার শুনানি আসানসোলের বিশেষ আদালতে চলাকালীন তাঁকে হাজির থাকতে হবে। অসুস্থতার প্রয়োজনে কোথাও যেতে হলে জানাতে হবে সিবিআইকে।

যদিও বিকাশের জামিন আবেদনের বিরোধিতায় সিবিআই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিল, জামিন পেলে দাদার মতোই দেশ ছেড়ে পালাতে পারে বিকাশ। বিনয় মিশ্রের ব্যবসার সব হিসেব দেখতেন বিকাশ মিশ্র। এদিকে, কয়লা পাচার-কাণ্ডে আরও তৎপর হবে ইডি। পুজোর পরে কোমর বেঁধে নামছে এই কেন্দ্রীয় সংস্থা। ডাকা হতে পারে মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক এবং অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। সম্প্রতি রাজ্যে একাধিক আইপিএসকে কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তলবের সম্ভাবনা এমনটাই সূত্রের খবর।


Follow us on :