ব্রেকিং নিউজ
Bidhannagar-muncipal-oath-ceremony
Bidhannagar oath: বিধাননগর পুরনিগমের শপথগ্রহণ অনুষ্ঠান, শপথ নিলেন কৃষ্ণা চক্রবর্তী,সব্যসাচী দত্ত,বিধাননগরের কাউন্সিলররা

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-02-25 20:12:47


চার পুরনিগমের ভোটে তৃণমূলের জয়। শুক্রবার সেই জয়ী প্রার্থীদের নিয়েই হল বিধাননগর পুরনিগমের শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন সল্টলেকের এফডি পার্কে হল শপথ গ্রহণ অনুষ্ঠান।  দ্বিতীয়বারের জন্য শুরু নতুন বোর্ড গঠনের কাজ । ৪১ জন কে শপথ বাক্য পাঠ করান বিধাননগরের পৌরনিগমের কমিশনার। আগেই বিধাননগরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণা চক্রবর্তী এবং চেয়ারম্যান হিসেবে গৃহীত হয় সব্যসাচী দত্তের নাম। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিধাননগরকে বিশ্বমানের পরিষেবা দেবেন জয়ী প্রার্থীরা আশাবাদী ফিরহাদ হাকিম।।

সকলেই আগামী দিনে আরও ভালো কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্য়দিকে তৃণমূলের জয়কে বিধাননগরের মানুষকে উত্সর্গ করেন মন্ত্রী এবং বিধাননগরের বিধায়ক সুজিত বোস। আগামী দিনে বিধাননগরকে আরও উন্নত করার অঙ্গীকার করলেন বিধাননগরের নবনির্বাচিত মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পাশাপাশি বিধাননগবাসীদের পাশে থেকে তাদের অভাব অভিযোগ সমাধান করাই আসল কাজ, জানিয়েছেন বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধাননগরকে আরও সুন্দর করে গড়ে তোলা হবে বলে জানান ডেপুটি মেয়র অনিতা মণ্ডল।

এখন ভবিষ্য়তে আরও কতটা সুযোগ সুবিধা পায় বিধাননগরবাসী তা বলবে সময়।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন