ভবানীপুরে একটি দোতলা বাড়িতে ভযাবহ অগ্নিকাণ্ড। দোতলা বাড়ির উপরতলায় আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা নাগাদ রূপচাঁদ মুখার্জি লেনের একটি বাড়ির ঠাকুরঘরে আচমকাই আগুন লাগে। সেই সময় বাড়ির ছাদে পুজো চলছিল।
পরিবার সূত্রে জানা গেছে, একটি মোমবাতি থেকে আগুন লাগে। পাশাপাশি বাড়িতে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল তার মধ্যে একটি ব্লাস্ট করেছে। স্থানীয়রাই প্রথমে আগুন লাগে দেখতে পান। মুহূর্তের মধ্যে তা ছড়াতে শুরু করলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এরপরই আতঙ্কে বাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে পরিবারের সদস্যরা। এই বাড়িটি একটু পুরনো। ফলে বেশ কিছু তার বাইরে বেরিয়ে ছিল। সেখান থেকে আগুন লেগেছিল বলে মনে করছেন দমকল কর্মীরা। তবে বাড়ির ভিতরে কেউ আটকে নেই বলে জানিয়ে দিয়েছে পুলিস।
তবে আগুন নিভলেও, এখনও ধোঁয়া বেরোচ্ছে ওই বাড়ি থেকে। ওই এলাকায় পাশাপাশি বাড়িতে বহু মানুষের বসবাস। ফলে আতঙ্কিত তারাও।