২৩ এপ্রিল, ২০২৪

Demise: প্রয়াত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, অমর হলো 'পান্ডব গোয়েন্দা'
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-03 14:57:44   Share:   

প্রয়াত পান্ডব গোয়েন্দার (Pandob Goyenda) স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এই সাহিত্যিক বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। শুক্রবার সকাল ১১টা নাগাদ হাওড়ার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর (Sasthipada Chatterjee)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়িতেই স্ট্রোক হয়েছিল প্রবীণ সাহিত্যিকের। তারপরই অশীতিপর ষষ্ঠীপদকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুর ৩টের সময় হাসপাতাল থেকে প্রয়াত সাহিত্যিকের মরদেহ নিয়ে যাওয়া হবে হাওড়ার জগাছা (Howrah) এলাকার নিজ বাসভবনে।

১৯৪১-এ হাওড়ার খুরুট ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন ষষ্ঠীপদবাবু। কিশোর বয়স থেকেই সাহিত্যসাধনা শুরু। ছোটবেলা থেকে রোমাঞ্চর প্রতি ছিল তাঁর অমোঘ টান। তাঁর গল্প, উপন্যাসে ভ্রমণের ছাপ পাওয়া যায়। হাওড়ার রামরাজাতলায় নিজ বাসভবনেই থাকতেন এই সাহিত্যিক।


Follow us on :