২৬ এপ্রিল, ২০২৪

Narcotic: 'নারকোটিকস ফরেন্সিকের শূন্যপদে নিয়োগ করুন', স্বরাষ্ট্র সচিবকে এজলাসে ডেকে নির্দেশ কোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-27 13:57:27   Share:   

রাজ্য নারকোটিকসের (State Narcotics Bureau) ফরেন্সিকে বিভাগের শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। রাজ্যের স্বরাষ্ট্রসচিব (Home Secretary) বিপি গোপালিকাকে এজলাসে তলব করে এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। রাজ্য নারকোটিকসের ফরনেসিক বিভাগে এই মুহূর্তে ১৭টি শূন্যপদ। তার মধ্যে ১০টি পদে পুজোর আগেই নিয়োগ নির্দেশ হাইকোর্টের। নচেৎ আদালত অবমাননার রুল জারির সম্ভাবনা। এভাবেই স্বরাষ্ট্র সচিবকে সমঝে দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

রাজ্য নারকোটিকসের ফরেন্সিক দফতরের শূন্যপদ পূরণ এবং পরিকাঠামো বৃদ্ধি চেয়ে মামলা দায়ের আদালতে। সেই মামলায় স্বরাষ্ট্র সচিবকে তলব হাইকোর্টের। মঙ্গলবার বিকেল তিনটের মধ্যে ফের স্বরাষ্ট্র সচিবকে জানাতে হবে রিপোর্ট। পিএসসি-র চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে কোর্টকে জানাবেন স্বরাষ্ট্র সচিব। এদিন শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, ১৭টি শূন্যপদের মধ্যে ১০টি পদ পূরণে রাজ্য প্রস্তুতি নিচ্ছে। কোর্টের পাল্টা প্রশ্ন, 'কেন ১৭ পদে নিয়োগ নয়?'

স্বরাষ্ট্র সচিব জানান, এই দফতর তৈরি ২০১৮ সালে। পিএসসি এই দফতরে নিয়োগ করে।আমি পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি।


Follow us on :