ব্রেকিং নিউজ
Baguiati-to-Ultadanga-route-auto-was-stopped-by-driver-over-harassment
Baguiati: বৈধ অটো চালকদের মারধরের অভিযোগ, বন্ধ বাগুইআটি-উল্টোডাঙা রুটের অটো

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-02 18:40:23


বৈধ অটোচালকদের মারধরের অভিযোগে বিক্ষোভ। অটো চলাচল বন্ধ রেখে বিক্ষোভ  বাগুইআটি-উল্টোডাঙ্গা রুটের অটো চালকদের। বৃহস্পতিবার দুপুর থেকেই বন্ধ বাগুইআটি উল্টোডাঙ্গা রুটের কয়েকশো অটো। অটোচালকদের গোষ্ঠীদ্বন্দ্বে সমস্যায় নিত্যযাত্রীরা। 

অটোচালকদের অভিযোগ, এয়ারপোর্ট উল্টোডাঙ্গা রুটের একাধিক অটো ভিআইপি রোড দিয়ে যায়। সেই সময়ই তাদের রাস্তা আটকে অটো থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়। এমনকি বুধবার রাতে বাগুইআটি-উল্টোডাঙ্গা রুটের বৈধ অটোচালকদের মধ্যে রাজীব অধিকারী নামে এক অটোচালককে মারধরও করা হয়েছে। 

তবে দিনের পর দিন এভাবে এয়ারপোর্ট-উল্টোডাঙ্গা রুটের অবৈধ অটোচালকরা তাঁদের উপর আক্রমণ চালাচ্ছে। তাই রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কাছে নিষ্পত্তির দাবি জানিয়েছেন এয়ারপোর্ট উল্টোডাঙ্গা রুটের বৈধ অটো চালকরা। আক্রান্ত অটোচালক রাজীব অধিকারীর দাবি, বুধবার রাতে যাত্রী নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যেই তাঁর অটো আটকে দেয় অবৈধ অটোচালকদের একাংশ। অটোর মধ্যে থাকা যাত্রীদেরও অটো থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তাঁকে অটো থেকে নামিয়ে পুলিসের সামনেই ব্যাপক মারধরও করে ওই অবৈধ অটোচালকরা। 

পরে ওই অটো চালককে উদ্ধার করে নিয়ে যায় পুলিস। তিনি বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য শেষ পাওয়া খবরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা (অর্থাত্ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)  পর্যন্ত ওই রুটের অটো চলাচল বন্ধ। 






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন