বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আসন্ন। জোরকদমে রবিবাসরীয় প্রচার সারলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। আগামী ১২ এপ্রিল উপনির্বাচন হতে চলেছে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে। ১৩ মার্চ টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। নাম ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারে ব্যস্ত বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এদিন ৬৪ নং ওয়ার্ডে উপনির্বাচনী প্রচারে বেরিয়ে পার্ক সার্কাস ময়দান এলাকায় প্রাতঃভ্রমনকারীদের সঙ্গে সাক্ষাত জনসংযোগ সারেন বাবুল সুপ্রিয়। এদিন তাঁর প্রচার ঘিরে ছিল অনুগামীদের ভিড়। নতুন মাইলস্টোন তৈরি করাই লক্ষ্য, জানালেন বাবুল সুপ্রিয়।
তবে শুধু প্রচারই নয়, এদিন তিনি খুদে ক্যারাটে খেলোয়াড় এবং ফুটবলারদের সঙ্গে একপ্রস্থ প্র্যাকটিসও সেরে নেন।
এদিন বিজেপি ছাড়ার কারণও উল্লেখ করেন তিনি। প্রচারের মাঝেই কেন্দ্রকে নিশানা করতে ছাড়েননি বাবুল সুপ্রিয়।
রবিবার দিনভর একাধিক কর্মসূচি তাঁর। উল্লেখ্য, উপনির্বাচনে মুখোমুখি লড়াইয়ে বিজেপি-র প্রাক্তন বনাম বর্তমান নেতৃত্ব। আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করেছে তৃণমূল (TMC)। তাঁর বিরুদ্ধে অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) প্রার্থী করেছে বিজেপি। বালিগঞ্জ (Ballygunje) বিধানসভা কেন্দ্রে আবার বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে কেয়া ঘোষকে (Keya Ghosh) প্রার্থী করল দল।