২৬ এপ্রিল, ২০২৪

Dengue: রাজ্যে ডেঙ্গি থ্রি-এর হানা, বাড়চ্ছে উদ্বেগ
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-15 09:05:33   Share:   

আতঙ্ক বাড়িয়ে এবার রাজ্যে হানা দিল ডেঙ্গি থ্রি (Dengue three)। রাজ্যের বিভিন্ন হাসপাতাল (hospital) থেকে পাঠানো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় নাইসেডে। ৪৯ টি নমুনার মধ্যে ৩৫ টি নমুনাতে ডেঙ্গি থ্রি এর হদিস মিলেছে। এছাড়াও গত মাসে পাঠানো ৫০ টি নমুনার মধ্যে ২০ টিতে ডেঙ্গি থ্রি-এর হদিশ মিলেছে। যা যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে।

জানা যায়, রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে গত সেপ্টেম্বর মাসের ১ তারিখে এই নমুনা পাঠানো হয়। তাতে পাঠানো ৫০ টি নমুনার মধ্যে ৩৫ টি ডেঙ্গি থ্রি-এর হদিস মিলেছে। চিকিৎসকদের মতে, আগে যারা ডেঙ্গিতে আক্রান্ত হতেন, তাদের প্লেটলেট কমতে থাকলে, নানান ধরনের উপসর্গ দেখা দিত। কিন্তু বর্তমানে যারা ডেঙ্গি থ্রিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, উল্লেখযোগ্যভাবে তাদের প্লেটলেট কমেনি। কিন্তু তাতেও ডেঙ্গি আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ২০১৯ সালে এক সময় ডেঙ্গি টু দাপট দেখিয়েছিল। আর এবার ডেঙ্গি থ্রি। আরও জানা যায়, ডেঙ্গিতে আক্রান্তর শরীরে যে অ্যান্টিবডি রয়েছে, দ্বিতীয়বার ডেঙ্গি থ্রিতে আক্রান্ত হলে সেই অ্যান্টিবডি আর কাজ করবে না। ফলে চিন্তায় চিকিৎসকমহল থেকে আমজনতা।

চিকিৎসকরা জানান, এতে উপসর্গ একই রকম জ্বর, মাথা যন্ত্রণা, তবে প্লেটলেট ঠিক দেখাবে। কিন্তু এক টানা জ্বর থাকবে।


Follow us on :