ব্রেকিং নিউজ
At-sahid-minar-DA-agitation-government-employee-following-fast-onto-death-movement-
DA: শহিদ মিনারে ডিএ-র দাবিতে অবস্থানের নবম দিন, চলছে প্রতীকী অনশন কর্মসূচি

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-04 15:47:36


শহীদ মিনারের পাদদেশে বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান বিক্ষোভ শনিবার নবম দিনে পড়ল। জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন চলবে। এরপরেও যদি সরকার থেকে কোনওরকম পদক্ষেপ না নেওয়া হয়, তবে পরবর্তী দিনে এই অনশন বৃহত্তর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি কর্মচারী ফেডারেশনের সংগ্রামী যৌথ মঞ্চের (Government Employee Federation)। এখনও পর্যন্ত ৩০টির বেশি সংগঠন এই আন্দোলনে শরিক হয়েছে। এদিন ধর্নাস্থলে গিয়ে দেখা গিয়েছে অবস্থানরত সরকারি কর্মীরা নানারকম গান বা প্যারোডি বেঁধে সরকারকে তাঁদের অভিযোগের কথা জানানোর চেষ্টা করছেন।

আন্দোলনকারীরা জানান, 'আমরা ২৭-শে জানুয়ারি থেকে এই বিক্ষোভ করছি। এক তারিখ রাজ্যজুড়ে ২ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছিলাম। সরকারি স্কুল, কলেজ,অফিস; সব জায়গায় তা পালিত হয়েছে।'

তাঁদের হুঁশিয়ারি, 'সরকার যদি এরপরেও তাদের কথা না শোনেন তবে এই বিক্ষোভ আরও দীর্ঘস্থায়ী এবং তীব্রতর হবে। এই বিক্ষোভ শুধুমাত্র ডিএ-র দাবিতে নয়, স্বচ্ছ নিয়োগের দাবিতেও।' তাঁরা যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ চাইছেন। হাইকোর্ট ডিভিশন বেঞ্চে তাঁরা জয়লাভ করলেও সরকারি মহল থেকে বলা হচ্ছে, বকেয়া ডিএ প্রদান সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই অভিযোগেও সরব আন্দোলনরত সরকারী কর্মীরা। তাঁদের আশা, 'আগামী দিনে সরকার, কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলে, তাঁরা সেখানেও জয়লাভ করবেন।'






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন