সল্টলেক (Saltlake) বৈশাখী মাছ বাজারে দোকানের অ্যাসবেস্টর ভেঙে পড়ে বিপত্তি। আহত ছয় জন, আহতদের বিধান নগর হাসপাতালে (Bidhannagar Hospital) নিয়ে যাওয়া হয়েছে। রবিবার রাত থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বিক্ষিপ্ত বৃষ্টি ও মাঝেমধ্যেই হালকা মাঝারি হাওয়া। যার ফলে বৈশাখী মাছ বাজারের (Fish Market) একটি দোকানে অ্যাসবেস্টর ভেঙে পড়ে সকাল ৮.৩০ নাগাদ। সেই সময় বাজারে ক্রেতাদের ভির ছিল ভালোই।
এই প্রসঙ্গে বাজার দোকানদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাজারের দোকানগুলি খারাপ অবস্থায় রয়েছে। এই দোকানের পরিবর্তে বৈশাখী মলে দোকান দেওয়ার কথা থাকলেও মলে দোকানে তাদের সিট করা হয়নি। দোকান রেডি রয়েছে এমনটাও দাবি। যে মলের দোকানে সিফট করার জন্য মেয়রকে দীর্ঘদিন ধরে বলার পরেও মলের দোকানের তাদেরকে শিফট করা হচ্ছে না। যে কারণে এই দুর্ঘটনা।
এদিকে আবহাওয় দফতর সূত্রে খবর, বাংলাদেশে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। স্থলভূমিতে প্রবেশের সময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিমি। ইতিমধ্যে দুই ২৪ পরগনার উপকূলীয় এলাকা এবং দিঘা-মন্দারমণিতে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন।