বিধাননগরকে প্লাস্টিকমুক্ত করতে অভিযানে নামল বিধাননগর পুরনিগম। সকাল থেকে বিভিন্ন বাজারে চলল তল্লাশি। তল্লাশি অভিযানের নেতৃত্বে ছিলেন বিধাননগর পুরনিগমের এমআইসি, হেল্থ বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। এফডি ব্লক মার্কেট থেকে প্রথম অভিযান শুরু হয়।
বিধাননগর পুরনিগমের এমআইসি হেলথ বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, গত ২৫ তারিখ বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, কোনও বাজারে বা দোকানে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক রাখা যাবে না। প্লাস্টিকবর্জন অভিযান সেই হিসাবে আজ শুরু করছি। আজ যাদের কাছে পাওয়া গেল, তাদের ছাড় দেওয়া হল। আজকের জন্য শুধু প্লাস্টিকগুলোকে বাজেয়াপ্ত করা হল। বলা হয়েছে, আমরা আবার আসব। এসে যদি কোনও দোকানে পাই, তবে তাদের থেকে ফাইন নেওয়া হবে। এরপরেও যদি প্রয়োজন হয়, তাদের গ্রেফতার করার ব্যবস্থা আইনে আছে। সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ৪১ টা ওয়ার্ডেই এই অভিযান চলবে।