ইডি-র তদন্তে কসবার রাজডাঙা মেন রোডে ইচ্ছে বাড়ির মালিক হিসাবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নাম উঠে এসেছে। সূত্রের খবর, এবার বাণিজ্যিকভাবে ব্যবহৃত এই বাড়ির তদন্তে একটি কমিটি গঠিত হল। পাশাপাশি, বাড়িট বন্ধ করে দেওয়া হল। উল্লেখ্য, কসবা এলাকার রাজডাঙা মেন রোডে তিনটি আবাসিক প্লটকে বেআইনিভাবে একত্রিত করে বিশালাকায় ওই অনুষ্ঠান বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। পুরসভার কর ও রাজস্ব খাতা অনুযায়ী, তার নম্বর ১০, ১১ এবং ১২। ১১ নম্বরে প্লটে রয়েছে ইচ্ছে বাড়িটি। এই ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই কেএমডিএ-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাড়ির মালিকের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ সামনে আসছে।
পুরসভা সূত্রে খবর, ১০ এবং ১২ প্লটে বাড়ি থাকলেও পুরসভার খাতায় তা ফাঁকা জমি হিসেবেই চিহ্নিত। ১১ নম্বর প্লটে ইচ্ছে বাড়িটি ২ কাঠা ৯ ছটাক জমির উপর তৈরি। তার জন্য পুরসভা বাৎসরিক কর পায় ২,৩৫৬ টাকা। অথচ, বাড়ি-সহ এই জায়গার প্রকৃত পুরকর হওয়া উচিত ১ লক্ষ ৭৫ হাজার টাকারও বেশি। অর্থাৎ, অভিযোগ, শুধুমাত্র একটি জমিতেই পুরসভার বিপুল কর ফাঁকি দেওয়া হয়েছে। কর রাজস্ব বিভাগের আধিকারিকেরা জানাচ্ছেন, পুরসভাকে অন্ধকারে রেখে তিনটি প্লটের সংযুক্তিকরণ করা মানেই ওই বাড়িটি বেআইনি।
পুরসভাকে অন্ধকারে রেখে মোটা টাকার রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে ইডি। ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটিডের নামে ব্যবসা চলত এই বাড়ি থেকে জানতে পেরেছে ইডি। শুটিংয়ের কাজে ব্যবহৃত হত এই বাড়ি।
অন্যদিকে, প্রোডাক্শন হাউজের কাজ বন্ধ হওয়ায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়লেন।