টালিগঞ্জকে টেক্কা দিল বেলঘরিয়া। মিলল কুবেরের ধনের হদিশ। আগে থেকেই ইডি-র(ED) ব়্যাডারে ছিল বেলঘরিয়া রথতলা এলাকায় একটি অভিজাত আবাসনে(FLAT) অর্পিতা মুখোপাধ্যায়ের দু'টি ফ্ল্যাট। বুধবার ওই দু'টি ফ্ল্যাটেই তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সেখানেই মেলে বিপুল পরিমাণ টাকা ও সোনা(gold)। সূত্রের খবর, বেলঘরিয়ায় উদ্ধার(recover)) হওয়া টাকার পরিমাণ ২৭ কোটি ৯০ লক্ষ।শুধু ওয়ারড্রোব থেকে নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগার থেকেও। সেখানে ব্যাগে, প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখা ছিল ওই টাকা। টাকা উদ্ধারে হিমশিম ইডি। চোখ কপালে গোটা রাজ্যবাসীর।
বুধবার বেলঘরিয়ার ক্লাব টাউনের ফ্ল্যাটে যায় ইডি (ED)। তালাবন্ধ(locked) ফ্ল্যাট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তালা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের দাবি, ছাড়া উদ্ধার হয়েছে বেশ কিছু সম্পত্তির দলিল, সম্পত্তি সংক্রান্ত নথিপত্র এবং কয়েক হাজার টাকার বাতিল নোট।
প্রতিদিনই সামনে আসছে অর্পিতা-পার্থর নতুন নতুন বাড়ি বাংলো ফ্ল্যাটের হদিশ। আরও কত আছে, জানতে চায় ইডি। নগদের পাহাড় সরাতে আসে ট্রাকভর্তি ট্রাঙ্ক। ট্রাঙ্কে তোলা হয় টাকা।