শনিবার সকালে প্রথমে আটক করার পর গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এরপর জামিনের আবেদন খারিজ করে, একদিনের জন্য অর্পিতাকে হেফাজতে নেয় ইডি। সোমবার ফের হাইকোর্টের নির্দেশে অর্পিতা মুখোপাধ্যায়কে নিম্ন আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি এদিন ফের তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে।
এদিন বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। ইডি আধিকারিকরা ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে রাখার আবেদন করবেন বলে জানা গেছে। তবে অর্পিতাকে কলকাতায় রেখে তদন্ত প্রক্রিয়া এগোবে নাকি ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে মুখোমুখি জেরা করা হতে পারে।
উল্লেখ্য, অর্পিতার ফ্ল্যাট থেকে দুই বস্তায় প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গিয়েছে দেড় কেজি সোনা, লক্ষাধিক টাকার বিদেশি মুদ্রা। যদিও অর্পিতা দাবি করেন, "আমি কোনও অন্যায় করিনি। এটা বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।"